30 Jan সিপিডিএল ও “মেট লাইফ ইন্সুরেন্স” এর মধ্যে বীমাচুক্তি সাক্ষরিত হয়।
"সুস্থ দেহ, সুন্দর মন ও নিরাপদ কর্মস্থল" হল সিপিডিএল পরিবারের "সুখী পরিবার" সংস্কৃতির অন্যতম ধারক যা সুনিশ্চিত করার মধ্য দিয়ে নৈতিকতার যথাযথ চর্চা এবং সকল সদস্যদের মাঝে একটি সুন্দর ও সুষম সম্পর্ক স্থাপন করাই হল সিপিডিএল পরিবারের অন্যতম লক্ষ্য।তারই ধারাবাহিকতায় গত ২১শে জানুয়ারী, ২০২৩ইং তারিখে সিপিডিএল ও স্বনামধন্য আন্তর্জাতিক বীমা সেবা প্রদানকারী সংস্থা “মেট লাইফ ইন্সুরেন্স” এর মধ্যে সিপিডিএল পরিবারের সকল সদস্যদের জন্য স্বাস্থ্য সেবা সহ দুর্ঘটনা ও মৃত্যু জনিত সুরক্ষা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বীমাচুক্তি সাক্ষরিত হয়।সিপিডিএল বিশ্বাস করে, একটি অভিন্ন লক্ষ্যে সকলকে কাজে অনুপ্রাণিত করতে ও সত্যিকার অর্থে একটি পারিবারিক সংস্কৃতির বিনির্মাণে বীমা চুক্তির এই সুরক্ষা কবচ সকল...