18 Apr ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার, সম্প্রীতির দুই দশক
ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার, সম্প্রীতির দুই দশক ‘‘ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার’’ পারিবারিক বন্ধন ও ঐতিহ্যের বাহক হিসেবে ২০০৪ সালের এক রঙিন সময়ে শুরু হয় সিপিডিএল পরিবারের অগ্রযাত্রা, যা আজ পরিণত হয়েছে হাজারো সদস্যের এক সুখী পরিবার। সকলকে নিয়ে আন্তরিক ও সুখের আবহ নিয়ে আমাদের ফিলোসফি পারিবারিক বন্ধনকে সূদৃঢ় রাখার। এরই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও আমাদের প্রয়াশ, প্রিয় সিপিডিএল পরিবারের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজন ঐতিহ্যের বন্ধনে সিপিডিএল পরিবার অনবদ্য এক মিনলমেলা। দিনব্যাপী এই আয়োজন সাজানো হয়েছে বৈশাখী সব খেলাধুলা ও খাবারের অপূর্ব সমাহারে। ...