12 Jan সিপিডিএল পরিবারের অগ্রযাত্রার ১৮ বছর উদযাপন
১১ জানুয়ারি হতে অভূতপূর্ব আয়োজনের মাধ্যমে আবাসন খাতের আস্থা ও নির্ভরতার পরিচায়ক সিপিডিএল পরিবার তাদের ১৮ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী আনুষ্ঠানিকতা শুরু করে। সিপিডিএল কর্পোরেট অফিস প্রাঙ্গনে পরিবারের সকল সদস্য ও প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং অভিভাবক হিসেবে জনাব এম এ মালেক (সম্পাদক, দৈনিক আজাদী) এবং ওয়াহিদ মালেক (পরিচালনা সম্পাদক, দৈনিক আজাদী) এর অংশগ্রহণে লোগো উন্মোচনের মাধ্যমে শুরু হয় কার্যক্রম। জনাব এম এ মালেক সিপিডিএল এর পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে জনকল্যাণমুখী উদ্যোগ সমূহের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠার শুরু হতে অদ্যাবধি সিপিডিএল পরিবারের অন্যতম পৃষ্ঠপোষক সর্বজন শ্রদ্ধেয় জনাব মালেক প্রত্যাশা করেন ভবিষ্যতেও এই কর্মধারা অব্যাহত রেখে আরও দায়িত্বশীলতার সাথে সিপিডিএল কাজ করে যাবে। জনাব ওয়াহিদ মালেক প্রত্যাশা করেন ভালো কাজের মাধ্যমে সিপিডিএল মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।