07 Jul করোনার মহামারীর সময়ে সিপিডিএল পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা
Posted at 14:58h in Event
‘সুস্থ দেহ, সুন্দর মন’
এই প্রতিপাদ্যে, করোনার এই মহামারীর সময়ে সিপিডিএল পরিবার নিয়মিত তার সকল সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করেছে।
সুস্থ দেহ ও সুন্দর মন ওতোপ্রোতো ভাবে জড়িত। সঠিকভাবে কর্মসম্পাদনের প্রেরণা আসে শারীরিক সুস্থতা হতেই। এই মহামারীর সময়ে সকলের স্বাস্থ্যঝুঁকি এমনিতেই অনেক বেড়ে গেছে। এজন্যই আমরা সিপিডিএল পরিবারের সকলের ‘ওয়েলনেস’ নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করি। ইমিউনিটি বর্ধনে নানারকমের উদ্যোগ গ্রহণ করি। অফিস সমূহে স্বাস্থ্যবিধি’র সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করি।
পরিবারের সকলের সুস্থতা আমাদেরকে সাবলীলভাবে স্ব স্ব দায়িত্ব পালনের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে উদ্যমী করে।