11 Jan সিপিডিএল এর ইয়ার অফ এক্সেলেন্সের নতুন মহাপরিকল্পনা
Posted at 12:10h in Event
সিপিডিএল এর ইয়ার অফ এক্সেলেন্সের নতুন মহাপরিকল্পনা
সিপিডিএল পরিবার ২০২৩ এর শুরুতে হাতে নিয়েছে এক মহাপরিকল্পনা, যা এই পরিবারের সকল সদস্য তথা গ্রাহক-বিনিয়োগকারী, ভূমি মালিক, সাপ্লায়ার্স, ভেন্ডর, সহযোগী প্রতিষ্ঠান এবং কমিউনিটি সহ সকল সদস্যের জন্য ইয়ার অফ এক্সেলেন্স-এ রুপান্তরে কার্যকরী ভূমিকা রাখবে। এই পরিকল্পনার আওতায় সিপিডিএল এর সেবা পরিধি আরও সম্প্রসারিত হবে, প্রকল্প সমূহে উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা হবে, মান উন্নয়নে আরও বেশী গুরুত্ব আরোপ করা হবে, যাতে করে সিপিডিএল তার পূর্বতন সকল প্যারামিটার গুলোকে অধিকতর সমৃদ্ধ করতে পারে।
ফয়’স লেকে অবস্থিত সিপিডিএল দ্যা গ্যালেরিয়া প্রকল্প প্রাঙ্গনে সিপিডিএল পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় পরিকল্পনা চূড়ান্তকরণ কার্যক্রম।