নান্দনিক জামালখানে সিপিডিএল এর নবতর সংযোজন
প্রতিষ্ঠা কালীন সময় হতে সিপিডিএল নগরীর একমাত্র হেলদি ওয়ার্ড জামালখানের আবাসন উন্নয়নে একের পর এক ভিন্ন মান ও মাত্রার প্রকল্প সমূহ নিয়ে আসছে। গত ০৭ জানুয়ারী এরকমই আরও একটি অসাধারণ প্রকল্প পরিকল্পনায় সিপিডিএল এবং ভূমি মালিক আয়েশা সিদ্দিকী ও শামসুল আলম পরিবার এর সাথে তাঁদের ৮২ এস এস খালেদ রোডস্থ প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভূমি মালিকগণ সিপিডিএল এর প্রতি তাঁদের আস্থা প্রকাশ করে গ্রাহক প্রিয়তার ভূয়সী প্রশংসা করেন। সিপিডিএল এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইঞ্জি. ইফতেখার হোসেন যথার্থ মানে সঠিক সময়ে প্রকল্প উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে প্রকল্পটি শীঘ্রই গ্রাহক সাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিপিডিএল এর সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল হোসেন চৌধুরী, কোম্পানীর পরিচালকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।