অগ্নি নির্বাপণ বা ভূমিকম্প প্রতিরক্ষা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম সমূহ কে সিপিডিএল সব সময়ই গুরুত্বের সাথে বিবেচনা করে। দীর্ঘকাল ধরে হস্তান্তরিত প্রকল্প সমূহে এই ধরনের জরুরী পরিস্থিতিতে করনীয় বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ ও অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজন করে আসছে। শুধু ২০১৮ সালেই সিপিডিএল ২৬টি এরকম প্রশিক্ষণের আয়োজন করেছে। সংশ্লিষ্ট প্রকল্পের অধিবাসীদের নিয়ে আয়োজিত এই কর্মশালা সমূহকে অধিকতর কার্যকরী করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাদের সহযোগিতা নেয়া হয়। এরই ধারাবাহিকতায় জামালখানে অবস্থিত সিপিডিএল মিনেজ প্রকল্পে মার্চ ৩০, ২০১৯ এ আয়োজন করা হয় এরকম আরও একটি কর্মশালা। প্রকল্পটির সকল অধিবাসী স্বতঃস্ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।