সঠিক সময়ে পাঁচলাইশে সিপিডিএল এর আরও একটি প্রকল্পের হস্তান্তর সম্পন্ন
গত ২৮ মার্চ, ২০১৯ ইং সন্ধ্যায়, নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ৬ নং রোডে “সিপিডিএল ছখিনা ধারাবারিষা” প্রকল্প প্রাঙ্গনে ফ্ল্যাট মালিক ও ভূমি মালিকদের মধ্যে আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাটসমূহ হস্তান্তর করা হয়। প্রকল্পটি হস্তান্তরের মাধ্যমে “With Quality in Time” এই শ্লোগানের যথাযথ বাস্তবায়ন , রূচিশীল স্থাপত্যকর্ম, পরিবেশবাদ্ধব আবাসন, নিরাপদ ও উন্নত নির্মান কাজের বাস্তব প্রতিফলন হয়েছে। সিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন কেক কেটে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ফ্ল্যাট মালিকদের রুচিশীল চাহিদা মত প্রকল্পে রুফটপ গার্ডেন, ওয়াকওয়ে এবং বাচ্চাদের জন্য কিডস জোন সংযোজন করে চেষ্টা করেছি আধুনিক স্থাপনা গড়ার। তিনি এই প্রকল্পে বসবাসরত সকলের প্রশান্তিময় ও আনন্দময় জীবন প্রত্যাশা করেন। ফ্ল্যাট ও ভূমি মালিকদের সহযোগিতায় এবং যাদের অক্লান্ত পরিশ্রমে “সিপিডিএল ছখিনা ধারাবারিষা” প্রকল্পটি তৈরী করে গ্রাহকদের মাঝে যথাসময়ে হস্তান্তর করা সম্ভব হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে সিপিডিএল এর চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরী, ভূমি মালিক নাসিম ইউসুফী, শামীম ইউসুফী, এজাজ ইউসুফী, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ.কে.এম সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ সেলিম, সিপিডিএল পরিবারের সদস্যগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্ল্যাট মালিক ও ভূমি মালিকদের মাঝে স্মারক চাবি হস্তান্তর ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।