সিপিডিএলএর নতুন সামাজিক কার্যক্রম সবুজ ঐতিহ্যে অনন্য দেবপাহাড়এর উদ্বোধন করেন সিটি মেয়র
প্রাণের চট্টগ্রামকে অধিকতর নান্দনিক করতে সিপিডিএল প্রয়াশ সুদীর্ঘ।আন্দরকিল্লা চত্বর নির্মাণ ও জামালখান সবুজায়নের মাধ্যমে সিপিডিএল নান্দনিক চট্টগ্রাম কার্যক্রমের যে যাত্রা শুরু করে ছিল সিটি কর্পোরেশনের সহযোগিতায় আজ তা বহুল জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় সিপিডিএল এবার উদ্যোগ নিয়েছে সবুজ ঐতিহ্যে অনন্য দেবপাহাড় শিরোনামে আরও একটি অভূতপূর্ব সৌন্দর্যবর্ধন কার্যক্রম।এর আওতায় নগরীর দেবপাহাড় আবাসিক এলাকার বর্তমান চিত্র পরিবর্তন করে সম্পূর্ণ নবতর সাজে সাজানোর প্রত্যয় নিয়ে সিপিডিএল কাজ শুরু করেছে।২০এপ্রিল তারিখে কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আ জ ম নাছির উদ্দিন।উদ্বোধনী বক্তৃতায় মাননীয় মেয়র জনহিতকর কাজে সিপিডিএলএর নিয়মিত উদ্যোগ সমূহের প্রশংসা করে বলেন, চট্টগ্রাম নগরীর সবুজ প্রকৃতি আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য, একে সমুন্নত রাখা সকল নাগরিকের অবশ্য কর্তব্য, প্রাতিষ্ঠানিক পর্যায়ে সিপিডিএল তার দায়িত্ব পালন করছে।দেবপাহাড় এলাকাবাসীর প্রতি এই উদ্যোগে সহযোগী হওয়ার জন্য মেয়র মহোদয় উদাত্ত আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএলএর চেয়ারম্যান জনাব আবুল হোসেন চৌধুরি,সিপিডিএলএর এমডি এবং সিইও প্রকৌশলি ইফতেখার হোসেন, সিপিডিএলএর পরিচালক জনাব রেজাউল করিম, প্যানেল মেয়র এবং দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর জনাব চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চকবাজার ওয়ার্ড কমিশনার জনাব গোলাম হায়দার মিন্টু, জামালখান ওয়ার্ড কমিশনার জনাব শৈবাল দাস সুমন প্রমুখ।