নগরীর দেবপাহাড়ে অবস্থিত সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া প্রাঙ্গণে গত ১৩ জুন, ২০১৯ সিপিডিএল পরিবার আয়োজন করে “হ্যাপি ডে আউট ২০১৯”। প্রতি বছরের মত এবারও দিনব্যাপি আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সিপিডিএল পরিবারের নিরাপত্তারক্ষী, ওয়ার্কশপ, ইলেকট্রিক্যাল, প্লাম্বার, মেশিন অপারেটর ও কিউরিংম্যান, ক্লিনার ও ড্রাইভার, অফিস সহকারী ও সুপারভাইজার, পিটিএল এর টেকনিশিয়ান, সহকারী টেকনিশিয়ান, হেল্পার, লিফটম্যান সহ সকল সহযোগী সদস্যবৃন্দ। প্রতিদিনের কর্মব্যস্ততার বাইরে যেয়ে একটি দিন সবাই মিলে কাটে অনাবিল আনন্দে। প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে সিপিডিএল পরিবারের এই সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়োজিত বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতায়। বাস্কেটবল থ্রো, মিনিবার ফুটবল, সিঙ্গেল স্ট্যাম্পে ক্রিকেট বল থ্রো, বেলুন ফাটানো, লুডু প্রভৃতি মজার মজার প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সদস্যগণ প্রদর্শন করে তাদের প্রতিদ্বন্দিতাপূর্ণ ক্রীড়াশৈলি। পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের পুরষ্কৃত করার মাধ্যমে এই আনন্দ মুখর দিনের পরিসমাপ্তি ঘটে।