সকলের জন্য সিপিডিএল সবসময়ই ভিন্নমাত্রার সেবাসুযোগ বা অফার নিয়ে আসে। এবারও নিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্নমাত্রা'র আয়োজন।নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ৬ নং রোডের ২৪ নং প্লটে সিপিডিএল ধারাবারিষা প্রকল্পে গত ২৫ জুলাই হতে চলছে এই কার্যক্রম। একটি এপার্টমেন্ট যে শুধুমাত্র কিছু বর্গফুটে সীমাবদ্ধ ইট কাঠের বাসস্থান নয়, বরং একটি পরিবারের গল্প, জীবনাচার, সামাজিকত, রুচিবোধ ইত্যাদি নানা মানবীয় বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠে, তা বিবেচনায় নিয়ে, ফ্ল্যাট টি সঠিকভাবে সজ্জিত করার বাস্তবভিত্তিক সমাধান দিতে সাজানো হয়েছে একটি মডেল ফ্ল্যাট।মডেল ফ্ল্যাটটি হতে একটি ফ্ল্যাটের প্রতি বর্গফুট স্থানের যথার্থ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সুস্পষ্ট ধারনা পাওয়া যাবে। মডেল ফ্ল্যাটটি আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রকল্পটির ভূমি মালিক গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিম ইউসুফী, শামীম ইউসুফী, এজাজ ইউসুফী ও তাদের পরিবারবর্গ।
জানা যায়, শুধু ধারনাই নয়, এই অফারের আসল চমক হলো, বুকিং দিলেই প্রযোজ্য ক্ষেত্রে, প্রকল্প ভেদে বুকিংকৃত ফ্ল্যাটটি'র জন্য নির্ধারিত ফার্নিশিং প্যাকেজ থাকবে সম্পূর্ণ ফ্রি।
ফ্রি প্যাকেজের আওতায় কি কি থাকবে জানতে চাইলে দেখানো হয়, লিভিংরুম এর জন্য এক সেট সোফা, সাথে সেন্টার টেবিল ও টিভি ক্যাবিনেট। ফ্যামিলি লিভিংয়ে একটি ডিভান ও এক জোড়া সিটার। ডাইনিং এর জন্য ছয় জনের ডাইনিং টেবিল-চেয়ার আর একটি ডাইনিং ওয়াগন। মাস্টার বেড টির জন্য একটি ডাবল বেড, সাইড ড্রয়ার ইউনিট, ড্রেসিং টেবিল আর থাকবে ওয়াল ক্যাবিনেট।
চাইল্ড বেড ওও গেস্ট বেডে একটি করে সেমি-ডাবল খাট এবং ওয়াল ক্যাবিনেট। চাইল্ড বেডে একটি চেয়ার সহ স্টাডি টেবিলও থাকবে।কিচেনের জন্য থাকবে একটি কিচেন ক্যাবিনেট এবং কিচেন হুড।সবকিছুই হবে মডেল ফ্ল্যাটটি’র স্ট্যান্ডার্ড অনুযায়ী।
কোন প্রকার বাহুল্য না করেও স্থানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়েছে এই মডেল ফ্ল্যাটটিতে।ধারনা বা অনুমান নয় গ্রাহকরা যেন দেখে, বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেজন্যই এই আয়োজন।