চট্টগ্রামের সর্বপ্রথম সিকিউরড কমিউনিটি লিভিং প্রকল্প ডাউনটাউন সিপিডিএল এ গত ১৮ আগস্ট ২০১৮ তারিখে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।
মূল উদ্দেশ্য প্রকল্পস্থিত সকল সেবা সুযোগ সমূহের আনুষ্ঠানিক উদ্বোধন ও সকল অধিবাসীদের পারস্পরিক পরিচিতি। অংশগ্রহণমূলক নানারকমের আয়োজন দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের শুরুতেই ডাউনটাউন সিপিডিএল এর মধ্যস্থিত 'মুক্তাঙ্গন' নামকৃত উন্মুক্ত প্রাংগনে নির্মীত 'মুক্তির বার্তা স্বারক' শীর্ষক স্মৃতিফলক উন্মোচন করেন মাননীয় ভূমি প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এমপি। ফলক উন্মোচন শেষে তিনি মুক্তাঙ্গনে একটি রাধাচূড়া গাছও রোপণ করেন। সেখানে ডাউনটাউন সিপিডিএল এর সকল অধিবাসীদের মাঝে বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জুপিটার হাউজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং এই অবদান কে স্মৃতিফলকের মাধ্যমে স্মরণীয় করে রাখায় সিপিডিএল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।